গরিব দেশে নিম্নমানের জিনিস বিক্রি করে নেসলে, পেপসিকো!
১১ নভেম্বর ২০২৪, ০৯:১৮ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৯:১৮ এএম
গরিব দেশগুলোতে তুলনামূলকভাবে নিম্নমানের সামগ্রী বিক্রি করে থাকে বিশ্বের একাধিক প্রথম সারির খাদ্য ও পানীয় সংস্থা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছাসেবী সংস্থা 'অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ' (এটিএনআই) যে গ্লোবাল ইনডেক্সের রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দাবি করা হয়েছে যে উচ্চ আয়সম্পন্ন দেশে সাধারণত যে মানের সামগ্রী বিক্রি করে থাকে নেসলে, পেপসিকো, ইউনিলিভারের মতো সংস্থা, তার থেকে নিম্নমানের সামগ্রী নিম্ন আয়সম্পন্ন দেশে বিক্রি করে থাকে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই রিপোর্টে জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একটি ‘স্টার রেটিং সিস্টেম’ আছে। সেটার মাধ্যমে কমপক্ষে ৩০টি সংস্থার ক্ষেত্রে দেখা গিয়েছে, উচ্চ আয়সম্পন্ন দেশে যে সামগ্রী বিক্রি করা হয়, তার থেকে কম রেটিং পেয়েছে নিম্ন আয়সম্পন্ন দেশের সামগ্রী। ‘হেলথ স্টার রেটিং সিস্টেম’ (রেটিং পাঁচ মানে দারুণ সামগ্রী এবং ৩.৫ হলে ধরা হয় যে সেটি স্বাস্থ্যকর সামগ্রী) অনুযায়ী, নিম্ন আয়সম্পন্ন দেশে প্রথম-সারির সংস্থাগুলির রেটিং ১.৮ মতো হয়েছে। আর উচ্চ আয়সম্পন্ন দেশে সেটা হলো ২.৩, যেখানে অনেক বেশি সামগ্রী পরীক্ষা করা হয়ে থাকে।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, 'অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ'-র রিসার্চ ডিরেক্টর মার্ক উইজনে বলেছেন যে ‘বিশ্বের বিভিন্ন নিম্ন আয়সম্পন্ন দেশে এই সংস্থাগুলো কী সামগ্রী বিক্রি করছে, সেটার ছবিটা খুব স্পষ্ট। যে সব দেশে ওই কোম্পানিগুলি অনেক বেশি সক্রিয়। কিন্তু সেখানে স্বাস্থ্যকর সামগ্রী বিক্রি করছে না।’ সেইসাথে তিনি বলেন, '(যে রিপোর্ট পেশ করা হয়েছে), তা ওই দেশগুলোর সরকারের কাছে ঘুম থেকে ওঠার সংকেত, যাতে তারা আরো বেশি সতর্ক হয়।'
আর সেই অভিযোগের প্রেক্ষাপটে নেসলের তরফে দাবি করা হয়েছে যে আরো বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য বিক্রির উপর জোর দেয়া হয়। যত বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য বিক্রি করা যায়, সেটার চেষ্টা করা হচ্ছে, যাতে আরো বেশি সংখ্যক মানুষ সুষম খাদ্য খেয়ে থাকেন। সেইসাথে নেসলের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন উন্নয়নশীল দেশে পুষ্টির ক্ষেত্রে যে ঘাটতি আছে, সেটা পূরণেরও চেষ্টা করছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে পেপসিকো কোনো মন্তব্য করতে চায়নি বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ