হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজ
১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনও এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) বাব-আল মান্দেব প্রণালিতে টহলের সময় অন্তত ৮টি ড্রোন ও ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। হুতিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহম লিংকন ও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল পেট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাব আল মান্দেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। এ এলাকাটি লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে।
এক সংবাদ সম্মেলনের রাইডার বলেস, মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স কমপক্ষে ৮টি একমুখী আক্রমণকারী ড্রোন, ৫টি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩টি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে। গোষ্ঠীটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি। তিনি আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার হুতিরা জানায়, তারা আট ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।
হুতিরা গেল বছরের নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে। এ হামলায় অন্তত ৯০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুটি জাহাজ ডুবে গেছে। এ ছাড়া দুটি জাহাজকে হাইজ্যাক করেছে তারা। গোষ্ঠীটির দাবি, গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ সহায়তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে গোষ্ঠীটির হামলা থামাতে মার্কিন ও ব্রিটিশরা পশ্চিমা মিত্রদের নিয়ে জোট গঠন করেছে। সূত্র: বিজনেস ইনসইডার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
স্পেনের ভ্যালেন্সিয়ার বন্যা, চলছে পায়পোর্টা শহরের পুনর্গঠন প্রক্রিয়া
"এবার বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে"
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন
জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে আসছে, "লাল মজলুম"
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আমাদের ভুল-ত্রুটির কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছল পণ্যবাহী জাহাজ
পপ গান ‘এপিটি’র কারণে দ.কোরিয়ায় সুনেউং পরিক্ষার্থীদের উদ্বেগ
পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির হানা
বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্ট
ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই
আন্দোলনে আহতদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: উপদেষ্টা ফরিদা
খাগড়াছড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা আ. লীগ নেতা দিদারসহ গ্রেফতার ৪
বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না: বিএনপি নেতা কাজী মফিজ
ফিলিপাইনে সুপার টাইফুন ‘ইউসাগি'র জন্য সর্বোচ্চ সতর্কতা জারি
১০০ দিন পূর্তি উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত-১ আহত-৪
বদলে যাচ্ছে র্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক
চেন্নাইয়ে ডাক্তারকে ছুরিকাঘাত,চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ