অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর’ নিয়ে বিতর্কসভা! প্রতিবাদ ভারতীয়-হিন্দুদের
১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’-গঠনের স্বপক্ষে আয়োজিত বিতর্কসভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল যুক্তরাজ্যে। সংশ্লিষ্ট কর্মসূচির বিরোধিতায় একেবারে ‘মাঠে নেমে’ প্রতিবাদে সামিল হলেন ব্রিটিশ হিন্দু এবং ব্রিটেনে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীরা।
ব্রিটিশ যুক্তরাজ্যে (ইউকে) বসবাসকারী হিন্দু ও ভারতীয়দের নিয়ে গঠিত একটি সংগঠন হল - ইনসাইট ইউকে। তাদের তরফে শুক্রবার ভোর রাতে (স্থানীয় সময় অনুসারে) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা অক্সফোর্ড ইউনিয়নের বাইরে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ইনসাইট ইউকে-এর দাবি, ওই বিতর্কসভার যে বিষয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে, তার শিরোনাম দেয়া হয়েছে – ‘এই হাউস স্বাধীন কাশ্মীর রাষ্ট্র গঠনে বিশ্বাসী’।
বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্রিটেনে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীরা এবং ব্রিটিশ হিন্দু নাগরিকরা এর প্রতিবাদে সরব হন বলে দাবি করেছে ইনসাইট ইউকে কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে তাদের তরফে পোস্ট করা ভিডিও ও ছবিতেও একই দাবি করা হয়েছে। সেই ভিডিওতে বিক্ষোভকারীদের মুখে যে স্লোগান শোনা গিয়েছে, এককথায় তার অর্থ হল – ‘অক্সফোর্ড ইউনিয়ন সন্ত্রাসবাদকেই সমর্থন করছে’। এমনকী, দীর্ঘদিন ধরেই অক্সফোর্ড ইউনিয়ন এমনটা করে আসছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।
এছাড়াও, ইনসাইট ইউকে-এর তরফ থেকে তাদের সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে – ‘জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ আছে এবং জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ থাকবে’। ইনসাইট ইউকে-এর তরফে ইতিমধ্যেই এই বিতর্কের বিরোধিতা করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে দুই ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে।
এই দুই ব্যক্তি হলেন - মুজ্জাম্মিল আয়ুব ঠাকুর এবং জাফর খান। তারাই এই প্রস্তাবের স্বপক্ষের বক্তা। ইনসাইট ইউকে-এর অভিযোগ, এই দু’জনের বিরুদ্ধে আগেও হিংসাত্মক চরমপন্থী গোষ্ঠী এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ইনসাইট ইউকে আরও দাবি করেছে, ইতিমধ্যেই ঠাকুরের বিরুদ্ধে ঘৃণাভাষণ এবং হিংসায় উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে। এমনকী, সন্ত্রাসবাদের অভিযোগে যেসমস্ত সংগঠনের বিরুদ্ধে তদন্ত চলছে, তিনি তেমন সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখে চলেন বলে দাবি করেছে ইনসাইট ইউকে।
তাদের তরফে আরও জানানো হয়েছে, ঠাকুরের নিজের একটি সংগঠন রয়েছে। যার নাম – ‘ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেনট’। এছাড়াও, ঠাকুর ও তার বাবা যৌথভাবে একটি সংগঠন খুলেছেন। সেটি হল – ‘মার্সি ইউনিভার্সাল’। ইনসাইট ইউকে-এর দাবি, এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করেছে। এমনকী, এই সংগঠনগুলির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ থাকার অভিযোগ ওঠায় চ্যারিটি কমিশন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্ত চালিয়েছে।
অন্যদিকে, জাফর খান হলেন ‘জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ)-এর চেয়ারম্যান। তিনি কাশ্মীরি হিন্দুদের হত্যায় অভিযুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন ইনসাইট ইউকে। এছাড়াও, ১৯৮৪ সালে ব্রিটেনে থাকাকালীন ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মাতরের অপহরণ ও খুনের ঘটনাতেও জেকেএলএফ যুক্ত ছিল বলে ইনসাইট ইউকে-এর তরফে অভিযোগ করা হয়েছে। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন