গাজায় নৃশংসতা বন্ধ করতে না পারায় বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
১৬ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি না দিয়ে উল্টো মদদ দেওয়ায় জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন প্রগতিশীল মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
ইসরায়েলকে নৃশংসতা বন্ধ করতে না পারাকে বাইডেন প্রশাসনের একটি গুরুতর ভুল হিসেবে বর্ণনা করেছেন ওয়ারেন। খবর আরব নিউজের।
মার্কিন এ সিনেটর বলেছেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিশ্বব্যাপী আমেরিকান বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, যদি এই প্রশাসন কাজ না করে, কংগ্রেসকে অবশ্যই মার্কিন আইন প্রয়োগের জন্য পদক্ষেপ নিতে হবে এবং একটি যৌথ রেজোলেশনের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না বলে ডেমোক্র্যাটিক এ সিনেটর কংগ্রেসে একটি যৌথ রেজোলেশনকে সমর্থন করেছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১১ মাসের মধ্যে গাজায় পৌঁছানো সাহায্যের পরিমাণ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। হোয়াইট হাউসের ৩০ দিনের আলটিমেটাম সত্ত্বেও যদি সাহায্য না বাড়ানো হয় তবে ইসরায়েলকে সামরিক সহায়তা হারানোর হুমকি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার ৩০ দিনের আলটিমেটামের শেষ দিনে আন্তর্জাতিক মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করেছে, ওয়াশিংটনের ঘোষিত সাহায্য লক্ষ্যমাত্রা থেকে অনেক কম খাদ্য ফিলিস্তিনে পৌঁছাতে দিচ্ছে ইসরায়েল।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন যুদ্ধ পরিস্থিতির কারণে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের ত্রাণ সাহায্যের ক্ষেত্রে অগ্রগতি সীমিত ছিল, তবে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়নি, মানে এটি মার্কিন আইন লঙ্ঘন করেনি।
ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন এক বিবৃতিতে বলেছেন, ১৩ অক্টোবর বাইডেন প্রশাসন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য তার সরকারের কাছে ৩০ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা বন্ধ থাকবে।
আলটিমেটামের ৩০ দিন পর তারা স্বীকার করেছে ফিলিস্তিনি নাগরিকদের জন্য পর্যান্ত খাদ্য, পানি এবং মৌলিক প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ায়নি ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের দাবি পূরণে নেতানিয়াহুর ব্যর্থতা সত্ত্বেও, বাইডেন প্রশাসন আক্রমণাত্মক অস্ত্রের সরবারাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।
মার্কিন সিনেটর ওয়ারেনের অনুমোদিত যৌথ রেজোলেশনটি যদি হোয়াইট হাউস এবং সিনেটে পাস হয়, তবে কংগ্রেসকে বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে হতে পারে।
আরেক সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করতে উদ্যোগ নেবে নতুন যৌথ রেজোলেশন।
তিনি বলেন, নেতানিয়াহুর সরকার গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গত বৃহস্পতিবার, ১৫ জন সিনেটর এবং ৬৯ জন কংগ্রেস সদস্য ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের নজরদারিতে রাখার জন্য বাইডেন প্রশাসনকে চাপ দেয়ার ঘোষণা দিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র্যাব
রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক চুক্তি নিয়ে ত্রিদেশীয় প্রতিক্রিয়া
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
জুলাই-অগাস্টের ‘শহীদদের’ নামে হবে দুই শতাধিক স্টেডিয়াম: আসিফ মাহমুদ
পলের বিপক্ষে পেরে উঠলেন না টাইসন
ভুঁইগড় লিংক রোডের ওভারপাসের ওপর পড়ে ছিল মাছ ব্যবসায়ীর লাশ
মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনার সাক্ষাৎ
যশোরে চিরনিদ্রায় শায়িত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুল্লাহ
নতুন পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি
রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন : মোনায়েম মুন্না
যশোরে মণিহার সিনেপ্লেক্সএর উদ্বোধন
বৃহত্তর দিনাজপুর অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে
কৃষ্ণাঙ্গ নেতা মালকম এক্স পরিবারের মার্কিন সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা
যশোরে পরিবহনের ঘুমিয়ে থাকা হেলপারকে ছুরিকাঘাতে হত্যা, চালক-সুপারভাইজার পুলিশ হেফাজতে
যশোরে আইন কর্মকর্তা জিপি ও পিপি নিয়োগ
"৯৭ তম অস্কারের হোস্ট হিসেবে ঘোষণা করা হলো কনান ও ব্রায়েনের নাম"
লক্ষ্মীপুরে ন্যায্যমূল্যের সবজির বাজারে ভোক্তাদের ভিড়
হঠাৎ কুয়াশায় থমকে গেছে চিলমারীর জনজীবন
কাপ্তাই আষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাট পাহাড়ি- বাঙালীর সম্প্রীতির মিলন মেলা
বেহাতের পথে ২০ কোটি টাকার জমি : নৈপথ্যে আ'লীগের দোসর সিন্ডিকেট