গাজায় নৃশংসতা বন্ধ করতে না পারায় বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
১৬ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি না দিয়ে উল্টো মদদ দেওয়ায় জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন প্রগতিশীল মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
ইসরায়েলকে নৃশংসতা বন্ধ করতে না পারাকে বাইডেন প্রশাসনের একটি গুরুতর ভুল হিসেবে বর্ণনা করেছেন ওয়ারেন। খবর আরব নিউজের।
মার্কিন এ সিনেটর বলেছেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিশ্বব্যাপী আমেরিকান বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, যদি এই প্রশাসন কাজ না করে, কংগ্রেসকে অবশ্যই মার্কিন আইন প্রয়োগের জন্য পদক্ষেপ নিতে হবে এবং একটি যৌথ রেজোলেশনের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না বলে ডেমোক্র্যাটিক এ সিনেটর কংগ্রেসে একটি যৌথ রেজোলেশনকে সমর্থন করেছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১১ মাসের মধ্যে গাজায় পৌঁছানো সাহায্যের পরিমাণ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। হোয়াইট হাউসের ৩০ দিনের আলটিমেটাম সত্ত্বেও যদি সাহায্য না বাড়ানো হয় তবে ইসরায়েলকে সামরিক সহায়তা হারানোর হুমকি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার ৩০ দিনের আলটিমেটামের শেষ দিনে আন্তর্জাতিক মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করেছে, ওয়াশিংটনের ঘোষিত সাহায্য লক্ষ্যমাত্রা থেকে অনেক কম খাদ্য ফিলিস্তিনে পৌঁছাতে দিচ্ছে ইসরায়েল।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন যুদ্ধ পরিস্থিতির কারণে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের ত্রাণ সাহায্যের ক্ষেত্রে অগ্রগতি সীমিত ছিল, তবে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়নি, মানে এটি মার্কিন আইন লঙ্ঘন করেনি।
ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন এক বিবৃতিতে বলেছেন, ১৩ অক্টোবর বাইডেন প্রশাসন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য তার সরকারের কাছে ৩০ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা বন্ধ থাকবে।
আলটিমেটামের ৩০ দিন পর তারা স্বীকার করেছে ফিলিস্তিনি নাগরিকদের জন্য পর্যান্ত খাদ্য, পানি এবং মৌলিক প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ায়নি ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের দাবি পূরণে নেতানিয়াহুর ব্যর্থতা সত্ত্বেও, বাইডেন প্রশাসন আক্রমণাত্মক অস্ত্রের সরবারাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।
মার্কিন সিনেটর ওয়ারেনের অনুমোদিত যৌথ রেজোলেশনটি যদি হোয়াইট হাউস এবং সিনেটে পাস হয়, তবে কংগ্রেসকে বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে হতে পারে।
আরেক সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করতে উদ্যোগ নেবে নতুন যৌথ রেজোলেশন।
তিনি বলেন, নেতানিয়াহুর সরকার গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গত বৃহস্পতিবার, ১৫ জন সিনেটর এবং ৬৯ জন কংগ্রেস সদস্য ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের নজরদারিতে রাখার জন্য বাইডেন প্রশাসনকে চাপ দেয়ার ঘোষণা দিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন