ভূমিমাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যায় শীর্ষে মিয়ানমার
২১ নভেম্বর ২০২৪, ০৯:৪০ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪০ এএম
ভূমিমাইন(ল্যান্ডমাইন)বিস্ফোরণে হতাহতের সংখ্যায় গত বছর সিরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে মিয়ানমার।ভূমিমাইন নিষিদ্ধকরণের জন্য আন্তর্জাতিক প্রচারাভিযান ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস’ প্রকাশিত গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে।
গবেষণা ফলাফলে সতর্ক করা হয়েছে যে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট সংঘাতের ফলে মিয়ানমারে ব্যাপক ভূমিমাইন ব্যবহারের ঘটনা ঘটেছে।দেশটির রাজধানী নাইপিদো ছাড়া প্রতিটি রাজ্য এবং অঞ্চলে হতাহতের ঘটনার রেকর্ড নেওয়া হয়েছে এ গবেষণায়।
টানা তিন বছর ধরে ভূমিমাইনে বিশ্বে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ায়।তবে গত বছর মিয়ানমারে সিরিয়ার চেয়েও বেশি হতাহতের ঘটনা ঘটেছে।এ তালিকায় ইউক্রেন এবং আফগানিস্তান রয়েছে যথাক্রমে বিশ্বে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে।২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সংঘাত ছড়িয়ে পড়ায় ভূমিমাইনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অভ্যুত্থানের পর অনেক সাধারণ মানুষ অস্ত্র তুলে নিয়েছে।গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সামরিক সহিংসতা বন্ধ করার জন্য পিপলস ডিফেন্স ফোর্স গঠন করা হয়েছে দেশটিতে।দীর্ঘদিন ধরে অধিক স্বায়ত্তশাসনের দাবি করে আসা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোও সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করেছে।
ভূমিমাইন মনিটর ২০২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে,ভূমিমাইন উভয়পক্ষই ব্যবহার করেছে— সামরিক জান্তা এবং তাদের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলো।প্রতিবেদনে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে,যেখানে সামরিক বাহিনীর স্থাপন করা ভূমিমাইনে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে শিশুও রয়েছে।আরও বলা হয়েছে যে, ভূমিমাইন আক্রান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে জান্তা বাহিনী।
সেনাবাহিনী কৃষকদের হুমকি দিয়েছে যে,কোনও পশু ল্যান্ডমাইনে বিস্ফোরিত হলে এর জন্য সেই কৃষককেই ক্ষতিপূরণ দিতে হবে।গবেষণায় একটি ঘটনার উল্লেখ আছে যেখানে বলা হয়,একটি গরু ভূমিমাইনে আহত হলে তার মালিকের কাছে ১৫ লাখ কিয়াত বা ৭১৪ দশমিক ৯৭ ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল।
প্রতিবেদনটি পিপলস ডিফেন্স ফোর্স এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগের ঘটনাও পর্যালোচনা করেছে।সেখানে বলা হয়েছে, তারা ভূমিমাইন ব্যবহার করে বেসামরিক নাগরিকদের আহত ও হত্যা করেছে।বিস্ফোরক ডিভাইসগুলো সামরিক নিয়ন্ত্রিত শহুরে এলাকায় ফেলে রাখা হচ্ছে,যা প্রায়ই কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো থাকে বলে প্রতিবেদনের গবেষক ড. ইয়েশুয়া মোসার-পুয়াংসুওয়ান উল্লেখ করেছেন।
ভূমিমাইন মনিটর ২০২৩ সালে মিয়ানমারে মোট এক হাজার তিনটি হতাহতের ঘটনা নথিভুক্ত করেছে।তবে দেশের সর্বত্র আনুষ্ঠানিক নজরদারির অভাবের কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। মোসার-পুয়াংসুওয়ান বলেন,এটি দ্বিগুণ কিংবা তিনগুণও হতে পারে।
গত বছর ৯৩৩টি ঘটনা নিয়ে ভূমিমাইন এবং যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরকে নিহত বা আহত হওয়া মানুষের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল সিরিয়া।এরপরের দুটি অবস্থান আফগানিস্তান এবং ইউক্রেনের।উভয় দেশেই হতাহতের নথিভুক্ত ঘটনা ৫০০-এর বেশি।বিশ্বব্যাপী হতাহতের ৮৪ শতাংশই বেসামরিক।এর মধ্যে ৩৭ শতাংশ ঘটনার শিকার শিশুরা। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ