ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
২২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সউদী আরবের ভূমিকা ছিল। কারাবন্দি ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সউদী আরবের ভূমিকা ছিল।
পিটিআইয়ে অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে বুশরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সউদী আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সউদী আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।
বুশরা বিবি আরও বলেন, ‘এরপর থেকে তারাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করলেন এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগলেন।’
এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
এদিকে, সউদী আরবের প্রতি বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সউদী আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।
অপরদিকে, জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসী বুশরা বিবির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জেনারেল বাজওয়ার কাছাকাছি সূত্রগুলো বুশরা বিবির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সূত্রগুলো বলেছে, ‘ইমরানের স্ত্রীর কারণেই সব শেষ হয়ে গেছে।’
তারা আরও বলেছেন, ‘বাজওয়া ওই সফরের পর কোনো ফোন গ্রহণ করেননি।’
এ ছাড়া, পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি- যিনি ইমরান খানের সউদী আরব সফরের সময় উপস্থিত ছিলেন- বুশরা বিবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সউদী আরব সফরে তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু