শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
শত্রুতা শেষ, তবে কি এবার ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং বন্ধু! আগামী ২০ জানুয়ারি মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, নির্বাচনের পরপর অর্থাৎ নভেম্বরের শুরুতেই নাকি ট্রাম্প, শি জিনপিং-কে তার শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রন জানিয়েছিলেন। অর্থাৎ ট্রাম্প আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের জয়ের ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। তবে ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা জানা যায়নি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে গত মাসে ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথমদিনেই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চীন সরকার যতদিন না সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে, ততদিন চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে। চীনের প্রতিনিধিরা আমাকে বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এই প্রতিশ্রুতি পালন করেননি, যার ফলে এই মাদকে আমাদের দেশ ভরে গিয়েছে।’
এর আগে ট্রাম্প নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন, চীনা পণ্য আমদানিতে তিনি ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এদিকে চীনা অ্যাপ টিকটক-এর বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন হুঙ্কারের পরে, নিজের শপথ অনুষ্ঠানেই চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর বিষয়টি রাজনৈতিক মহলকে রীতিমতো হতবাক করেছে।
আগামী জানুয়ারিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা যোগ দেবেন বলে সূত্রের খবর। ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সুন্দর সম্পর্ক, যিনি গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগোতে দেখা করেছিলেন। তবে তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা জানা যায়নি। ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরেই বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধার করবেন।
উল্লেখ্য, ট্রাম্পের ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন হতে চলেছে। ২০২৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ২৯৫ ইলেক্টোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিসকে হারিয়েছেন ট্রাম্প। যিনি ২২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন হতে চলেছে। যা মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার। এর আগে গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। আর ট্রাম্প এর আগে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার