বিশ্বের শীর্ষ ১০ নারী ধনকুবের কারা? রইল তালিকা
১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
বর্তমান যুগে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে নারীরা। ব্যবসা থেকে চাকরি, সব জায়গাতেই চলছে এখন নারীদের দাপট। এবার সেই প্রভাব দেখা গেল বিশ্বের সেরা ধনীদের তালিকায়। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের ১০ নারী।
১)ফ্রাঁসোয়া বেতনক্যুঁ – ফরাসি প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী ফ্রাঁসোয়া বেতনক্যুঁ মায়ার্স বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী। তিনি লরিয়ালের প্রতিষ্ঠাতা ইউজিন শ্যুলারের নাতনি। এ নিয়ে টানা চতুর্থবার তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন। এক তথ্য মারফত খবর , একসময় তার মা লিলিয়ান বেতনক্যুঁ বিশ্বের শীর্ষ ধনী নারী ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান। মেয়ের জন্য তিনি রেখে যান সম্পদের পাহাড়। মায়ের মৃত্যুর পরের বছর প্রথমবার ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় ফ্রাঁসোয়ার নাম ওঠে। ফ্রান্সের নাগরিক ফ্রাঁসোয়ার বয়স এখন ৭০ বছর। তার মোট সম্পদের পরিমাণ ৯ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার।
২) অ্যালিস ওয়ালটন– গত ১২ মাসে ওয়ালমার্টের শেয়ারের দাম ৩৪ শতাংশ বেড়ে গেছে। তাতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ এক লাফে ১ হাজার ৫৬০ কোটি ডলার বেড়ে গেছে। অ্যালিস ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র মেয়ে। তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ২৩০ কোটি মার্কিন ডলার।
৩) জুলিয়া কোখ এবং পরিবার– প্রয়াত মার্কিন ধনকুবের ডেভিড কোখের বিধবা স্ত্রী জুলিয়া কোখ এ বছর ফোর্বসের শীর্ষ নারী ধনীর তালিকায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন। ২০১৯ সালে ডেভিড কোখের মৃত্যুর পর জুলিয়া এবং এ দম্পতির তিন সন্তান কোখ ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ারের মালিক হন। তার মোট সম্পদের পরিমাণ ৬ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার।
৪) জ্যাকুলিন মার্স– বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী নারী যুক্তরাষ্ট্রের জ্যাকুলিন মার্স। ভাই জন মার্স ও তার প্রয়াত আরেক ভাইয়ের চার মেয়ের সঙ্গে তিনি মার্স ইনকর্পোরেটেডের মালিকানা ভাগ করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বহুজাতিক এ কোম্পানি ক্যান্ডি, পোষা প্রাণীর খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করে। জ্যাকুলিনের বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার।
৫) ম্যাকেঞ্জি স্কট– ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ম্যাকেঞ্জি স্কট অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক হন। ৫৩ বছর বয়সী ম্যাকেঞ্জির বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলার।
৬) সাবিত্রী জিন্দাল ও পরিবার- জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় ছয় নম্বরে আছেন। তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী। ৭৪ বছর বয়সী সাবিত্রী বর্তমানে ভারতের শীর্ষ ধনী নারী। তার সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
৭) রাফায়েলা অ্যাপোন্তে-দিয়ামন্ত– ইতালির ব্যবসায়ী স্বামী জাঁলুইজি অ্যাপোন্তের সঙ্গে ১৯৭০ সালে এমএসসি প্রতিষ্ঠা করেন রাফায়েলা অ্যাপোন্তে-দিয়ামন্ত। এমএসসি এখন বিশ্বের সর্ববৃহৎ শিপিং লাইন। তারা দুজনে কোম্পানির ৫০ শতাংশ করে শেয়ারের মালিক। রাফায়েলার বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৩০১ কোটি মার্কিন ডলার।
৮) মিরিয়াম অ্যাডেলসন এবং পরিবার– বিশ্বের সর্ববৃহৎ ক্যাসিনোর একটি লাস ভেগাস স্যান্ডস। মিরিয়াম অ্যাডেলসন এবং তার পরিবার এই ক্যাসিনো কোম্পানির অর্ধেকের বেশি শেয়ারের মালিক। স্বামীর মৃত্যুর পর মিরিয়াম এই শেয়ারের মালিক হন। ৭৮ বছর বয়সী মিরিয়াম ৩ হাজার ২০০ কোটি ডলারের মালিক।
৯) জিনা রাইনহার্ট– বিশ্বের নবম শীর্ষ ধনী নারী অস্ট্রেলিয়ার জিনা রাইনহার্ট। তিনি তার বাবা ল্যাং হ্যানককের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে শতকোটি ডলারের ব্যবসার মালিকানা পেয়েছেন। তার বাবার কোম্পানি খনি এবং কৃষি খাতে ব্যবসা করে। ৭০ বছর বয়সী জিনার সম্পদের পরিমাণ ৩ হাজার ৮০ কোটি মার্কিন ডলার।
১০) অ্যাবিগেইল জনসন– মিউচুয়াল ফান্ড খাতের বৃহৎ কোম্পানি ফিডেলিটির প্রধান মার্কিন নাগরিক অ্যাবিগেইল জনসন এ বছর এক ধাপ এগিয়ে শীর্ষ ১০ ধনী নারীর তালিকায় দশম স্থান দখল করেছেন। ৬২ বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস