ভারতের সেনাপ্রধানের অফিস থেকে পাকবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি সরিয়ে ফেলা হয়েছে
১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস।একাত্তরের এই দিনে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনাবাহিনী।আত্মসমর্পণের কাগজের স্বাক্ষর করছেন লেফটেন্যান্ট এ কে কে নিয়াজি।উপস্থিত ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
এই ঐতিহাসিক ছবির একটি পেইন্টিং এতদিন ভারতীয় সেনাপ্রধানের অফিসে সগৌরবে টাঙানো ছিল ভারতীয় সেনার ঐতিহাসিক বিজয়ের স্মারক হিসেবে।বিদেশি অতিথি ও বিদেশি সেনা জেনারেলদের স্বাগত জানানো হতো যে লাউঞ্জে সেখানেই পিছনের দেওয়ালে ঝোলানো থাকতো ছবিটি।দশকের পর দশক এই ছবিটি দেখতে সকলে অভ্যস্ত হলেও সম্প্রতি দেখা গেছে সেখান থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়েছে।লাগানো হয়েছে নতুন ছবি।
মিডিয়াতে এই সংবাদ প্রকাশের পর প্রবল সমালোচনার ঝড় উঠেছে।সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রবীন সেনাকর্তারা।অনেক সমালোচকের মতে,রাজনীতির ছোঁয়া রয়েছে এর পেছনে।বিজয় দিবসের আগে এই কাজটি কেন করা হয়েছে সেই প্রশ্নও উঠেছে।বিশ্লেষকরা মনে করছেন,সম্ভবত ইন্দিরা গান্ধীর সাফল্যে ও ঐতিহ্য থেকে দূরে সরে থাকতে এই নতুন পেইন্টিং লাগানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই।
সাবেক এক ব্রিগেডিয়ার সংবাদমাধ্যমে বলেছেন,এই পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে সামরিক নেতৃত্ব কোনও আপত্তি করেননি।বরং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন।সাবেক লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ সমাজমাধ্যমে লিখেছেন,এই ফটো পেইন্টিংটি ছিল হাজার বছরের মধ্যে ভারতের প্রথম বড় ধরনের সামরিক বিজয়ের প্রতীক।তিনি কটাক্ষ করে লিখেছেন,ভারতের উচ্চপদস্থরা সেটিকে সরিয়ে এখন বিশ্বাস করছেন আগামী দিনে বিজয়ের ক্ষেত্রে পুরাণ,ধর্ম ও ভঙ্গুর সামন্ত অতীতই প্রেরণা জোগাবে।
আরেক সাবেক মেজর জেনারেল যশ মোর এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশ যুদ্ধেও সময় অত্মসমর্পণের ছবিটি হচ্ছে আধুনিক ইতিহাসে ভারতের একমাত্র সামরিক বিজয়ের স্মৃতি।তিনি হতাশা প্রকাশ করে লিখেছেন, সেই ছবিটিকে সরিয়ে নেয়ার ফলে একই সঙ্গে প্রবীন সেনা ও ইতিহাসে উৎসুকদের সমানভাবে দুঃখ দিয়েছে।মিডিয়া সূত্রে জানা গেছে, এখন ভারতের সেনাপ্রধানের অফিসে যে পেইন্টিংটি আত্মসমর্পণের ছবিটির জায়গায় জ্বলজ্বল করছে সেটি মহাভারতের অনুপ্রেরণাতে আঁকা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে,”কর্মক্ষেত্র-ফিল্ড অব ডিডস” শির্ষক নতুন পেইন্টিংটি এঁকেছেন ভারতীয় সেনা বাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল টমাস জেকব।এই ছবিতে সেনাবাহিনীকে ধর্মের অভিভাবক হিসেবে তুলে ধরা হয়েছে।শুধু দেশ রক্ষার জন্য লড়াই নয়,ন্যায় ও জাতীয় মূল্যবোধকে তুলে ধরার প্রয়াসের কথা বলা হয়েছে।তুলে ধরা হয়েছে প্রযুক্তগতভাবে উন্নত সেনাবাহিনী হিসেবেও।
পেইন্টিংটিতে রয়েছে তুষারাবৃত পর্বতের প্রেক্ষাপটে লাদাখের পানগং লেকের তীরে কামান ও হেলিকপ্টার।সঙ্গে রয়েছে কৃষ্ণের রথ, গেরুয়া বসন পরিহিত সন্ত ও পাখি।তবে একাত্তরের যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি কবে সরানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।এখন সেটিকে কোথায় রাখা হয়েছে তাও জানা যায়নি।সম্প্রতি নেপালের সেনাপ্রধানের ভারতের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় এই পরিবর্তন মিডিয়ার নজরে আসে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ