মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ২,০৫৬, আশ্বাস দিলেও সাহায্য দেয়নি যুক্তরাষ্ট্র
৩১ মার্চ ২০২৫, ০৬:১৮ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৬:৩৯ পিএম

মিয়ানমারে শুক্রবারের ৭.৯ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,০৫৬ জনে দাঁড়িয়েছে, প্রায় ৩,৯০০ জন আহত এবং প্রায় ২৭০ জন নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির রাজ্য প্রশাসন কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারে ভূমিকম্পের ফলে ‘উচ্চ মাত্রার জরুরি পরিস্থিতি’ তৈরি হয়েছে। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই পরিস্থিতির মোকাবিলার জন্য বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। হু জানিয়েছে, মিয়ানমারে মানুষের প্রাণ বাঁচাতে এবং তাঁদের সংক্রামক রোগের হাত থেকে বাঁচাতে অন্তত ৮০ লাখ ডলার আর্থিক সাহায্য প্রয়োজন। আগামী ৩০ দিনের মধ্যে এই সাহায্য না পাওয়া গেলে পরিস্থিতির আরও অবনতি হবে।
মিয়ানমারের তহবিলে সাহায্যের জন্য যে কোনও দেশকে এগিয়ে আসার অনুরোধ করেছে হু। ইতিমধ্যে একাধিক দেশ মিয়ানমারে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ভারত থেকে ত্রাণসামগ্রী নিয়ে বিমান পৌঁছে গিয়েছে ইয়াংগনে। ভারত, চীন, মালয়েশিয়া-সহ একাধিক দেশ সাহায্য পাঠিয়েছে। কিন্তু বিশ্বের ধনীতম দেশ আমেরিকা থেকে এখনও কোনও সাহায্য আসেনি।
শুক্রবার প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। এর পর একের পর এক ভূকম্প পরবর্তী কম্পনে কেঁপেছে দেশটি। সে দেশের সামরিক জান্তা সরকার জানিয়েছে, রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হাজার হাজার মানুষ। ভূমিকম্পে বহু বাড়িঘর, রাস্তা, সেতু ভেঙে পড়েছে। মিয়ানমারের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিন দিন কেটে গেলেও এখনও আমেরিকা থেকে কোনও সাহায্যকারী দল মিয়ানমারে পৌঁছোয়নি। কোনও অর্থসাহায্যও করা হয়নি।
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প আন্তর্জাতিক উন্নয়নের জন্য আমেরিকার বরাদ্দ তহবিলে (ইউএসএইড) রাশ টেনেছেন। একাধিক দেশে মার্কিন অর্থসাহায্য বন্ধ করে দিয়েছেন। তার সেই সিদ্ধান্তের প্রভাব মিয়ানমারের সাহায্যের ক্ষেত্রেও পড়ছে বলে অনেকের মত। এই সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহালদের কেউ কেউ জানিয়েছেন, আমেরিকা থেকে আন্তর্জাতিক সাহায্য মূল্যায়নকারী দল মিয়ানমারে বুধবারের আগে পৌঁছোবে না। তাঁরা এ-ও মেনে নিচ্ছেন, মিয়ানমারে সাহায্যের বিষয়ে আমেরিকা কিছুটা ধীর গতিতে এগোচ্ছে।
মিয়ানমারের কম্পন টের পাওয়া গিয়েছে চীনেও। ইতিমধ্যে সে দেশে চীনের উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে। চীন থেকে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষিত কুকুরের দল, যারা ধ্বংসস্তূপ থেকে গন্ধ শুঁকে মৃতদেহ টেনে বার করতে পারে। এ ছাড়া, মিয়ানমারের জন্য ইতিমধ্যে ১ কোটি ৪০ লক্ষ ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে বেইজিং। চীন থেকে পাঠানো হয়েছে ১২৬ জনের উদ্ধারকারী দল, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়া, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকেও সাহায্য গিয়েছে।
আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনও ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে আছেন। ভূমিকম্পবিধ্বস্ত অনেক জায়গায় এখনও পৌঁছোতেই পারেননি উদ্ধারকারীরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

বরিশালের মিষ্টি ‘মরিচ-ক্যাপসিকাম’ বিদেশে রপ্তানী হলেও কৃষকগন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ

সাধারণ সাজে মুগ্ধতা ছড়িয়েছেন কিংবদন্তী রুনা লায়লা

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে হত্যা করে টাকা লুটের আসামী সুবর্ণচর থেকে গ্রেপ্তার

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

দিনাজপুরে বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটুক্তি, এলাকাজুড়ে উত্তেজনা

টাঙ্গাইলে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেরার ম্যাচে মলিন মেসি,হারল মায়ামি

হাসপাতাল বেডেই কেটেছে যাদের ঈদ!

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

আমেরিকান প্রবাসী দেশে এসে ডাকাতের কবলে

সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

ধূ-ধূ বালুচরে পরিণত তিস্তাঃ চরম হুমকির মুখে নদী তীরবর্তী জীববৈচিত্র

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন, আটক ১

মসজিদ গুলো শিরক ও বিদয়াত মুক্ত রাখা মুসলমানদের ঈমানী দায়িত্ব -নাসির উদ্দিন মজুমদার

দুর্নীতিবাজ টিউলিপের সাফাই দেয়ার চেষ্টা, কি বলছেন?

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, বিকালে ভাষণ

এবারও বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে ইলন মাস্ক

বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার