বিদেশ সফরে প্রথমবার সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা
১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ এএম

সিরিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও সেই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবি এবারই প্রথম বিদেশি কোনো সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তার এই উপস্থিতি কেবল প্রটোকলের অংশ নয়—বরং একটি রাজনৈতিক বার্তা, সামাজিক রূপান্তর এবং সিরিয়ার ভাবমূর্তির নতুন নির্মাণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
১১ এপ্রিল তুরস্কের আনতালয়ায় শুরু হওয়া এক আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তার স্ত্রী লতিফাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। এই ফোরামে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন, যার মধ্যে নারী ও শিশু সুরক্ষাবিষয়ক কর্মকাণ্ড ছিল অন্যতম আলোচ্য বিষয়। লতিফা নিজেও এই আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফার্স্ট লেডি হিসেবে আন্তর্জাতিকভাবে এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি, যা বিশ্ব মিডিয়ায় যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি আরব সংবাদমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
লতিফা আল-দ্রৌবি এর আগে জনসম্মুখে খুব একটা দেখা দিতেন না। সাধারণত তিনি কালো আরব বোরকা পরে থাকতেন এবং গণমাধ্যম এড়িয়ে চলতেন। কিন্তু এই ফোরামে তাকে দেখা গেছে তার্কিশ স্টাইলে বোরকা ও হিজাবে, যেমনটা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান পরেন। ফোরামের সময় লতিফা এমিনির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎও করেন, যার ছবি এবং তথ্য পরে এমিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এই সফরের মাধ্যমে লতিফা এক নতুন রূপে আত্মপ্রকাশ করেন—একজন শিক্ষিতা, সচেতন, মানবিক বিষয়ক আলোচনায় আগ্রহী ফার্স্ট লেডি হিসেবে।
আরব সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তার স্ত্রী কোনো বিদেশি কূটনৈতিক সফরে তাকে সঙ্গ দিয়েছেন। লতিফার জন্ম ১৯৮৪ সালে সিরিয়ার হোমসে। আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রিধারী লতিফা ব্যক্তিজীবনে তিন সন্তানের জননী। তার স্বামী আহমেদ আল-শারা একসময় ‘মোহাম্মদ আল-জুলানি’ নামে পরিচিত ছিলেন এবং আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা যায়। তবে বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নতুন নেতৃত্ব গ্রহণের পর তিনি নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। স্ত্রীকে বিদেশ সফরে সঙ্গে নেওয়া এবং জনসম্মুখে আনার মধ্য দিয়ে সেই রূপান্তরের একটি বার্তা তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পাঠাচ্ছেন।
লতিফা আল-দ্রৌবির এই সফর কেবল ব্যক্তিগত বা প্রটোকলভিত্তিক নয়, বরং সিরিয়ার রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। নারী নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এই সবকিছুর মধ্যে দিয়ে সিরিয়ার বর্তমান নেতৃত্ব যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছে। বিশ্বের কূটনৈতিক মহলে এই বার্তা যতই স্পষ্ট হবে, ততই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সিরিয়ার ভূমিকা এবং ভাবমূর্তি নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বাড়বে। তথ্যসূত্র : খামা প্রেস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সেই বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েই সেমিত আর্সেনাল

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট