যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বাজেট ৫০ শতাংশ কমানোর নতুন পরিকল্পনা ট্রাম্পের
১৬ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম

বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নেতৃত্ব ও প্রভাব এখন এক অনিশ্চিত মোড়ের সামনে দাঁড়িয়ে। মার্কিন পররাষ্ট্র দফতরের বাজেট ৫০ শতাংশ কমিয়ে আনার এক উচ্চাভিলাষী ও বিতর্কিত প্রস্তাব সামনে এসেছে, যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শান্তি, মানবিক সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা শুধু ব্যয় হ্রাস নয়, বরং যুক্তরাষ্ট্রের বহির্বিশ্বে ভূমিকা পুনঃসংজ্ঞায়নের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
নিউইয়র্ক টাইমস, এএফপি ও ওয়াশিংটন পোস্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৬ অর্থবছরের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ২৬ বিলিয়ন ডলার কমিয়ে ২৮.৪ বিলিয়নে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এই বাজেট কমানোর ফলে জাতিসংঘ ও ন্যাটোসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য তহবিল বাতিল করা হবে। সেইসঙ্গে ফুলব্রাইট স্কলারশিপসহ শিক্ষামূলক, সাংস্কৃতিক ও শান্তিরক্ষা কর্মসূচির বাজেটও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই বছরের অক্টোবর থেকে তা কার্যকর করার লক্ষ্যে সরকারি দপ্তরগুলোকে বাজেট পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
এই পরিকল্পনার আওতায় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি নাটকীয়ভাবে কমিয়ে আনার প্রস্তাব এসেছে। অন্তত ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরিত্রিয়া, লুক্সেমবার্গ, দক্ষিণ সুদান, মাল্টা, স্কটল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার কনস্যুলেটসমূহ। কিছু কনস্যুলেট আকারে ছোট করে সেখানে ‘ন্যূনতম স্থানীয় সহায়তা নিয়ে সীমিত কূটনীতি’ চালানোর পরিকল্পনা রয়েছে। ইউনিসেফ ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মতো প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের মিশনগুলোকে দূতাবাসে একীভূত করার প্রস্তাবও রয়েছে।
বাজেট কাটছাঁটের আওতায় কেবল কূটনীতি নয়, মানবিক সহায়তা কর্মসূচিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রোগ প্রতিরোধ, শিশুদের টিকা সরবরাহ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাতিলের প্রস্তাব রয়েছে। মার্কিন বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডিকে একীভূত করে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা একে কার্যত বিলুপ্ত করে দেবে। মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ আখ্যা দিয়েছে, এবং সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এটিকে ‘চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশাল উপহার’ বলেও মন্তব্য করেছেন।
এই প্রস্তাব বাস্তবায়নের চূড়ান্ত ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। যদিও সেখানে রিপাবলিকানদের প্রাধান্য রয়েছে, কিন্তু ডেমোক্রেটদের সহযোগিতা ছাড়া এটি পাস সম্ভব নয়। এখনো পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বৈশ্বিক নেতৃত্বের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কংগ্রেসের আলোচনায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির দিকনির্দেশনা। তথ্যসূত্র : বাসস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক

লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে : সারজিস আলম

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

তদবির করলেই চা-নাশতা, তারপর পুলিশে দেবেন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ হাইকোর্টে

পরীক্ষা শেষে বাসায় ফিরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিশ্বজুড়ে সাইবার প্রতারণার ভয়াবহ বিস্তার: জাতিসংঘের সতর্কবার্তা

কাতারের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে বাংলাদেশ

রাশিয়া নিয়ন্ত্রিত এলাকা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন, কুয়েট ভিসিকে আল্টিমেটাম

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন-নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

এরদোগানের আমন্ত্রণে তুরস্ক গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রিশাদের খরুচে বোলিং, জেতেনি দলও

আমাদের মাথায় যেন সবসময় এটা থাকে-মূল শিক্ষার প্রসঙ্গ হচ্ছে ছাত্র-শিক্ষক

১৩ মে সউদী সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি এ বছর ৩.৮% হতে পারে

কাশ্মিরে হামলার পর সউদী সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মোদি

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩২ ফিলিস্তিনি

৪০ শট নিয়ে বার্সার ১ গোলের জয়