গোপন সামরিক দ্বীপ ‘ডিয়েগো গার্সিয়ায়’ বন্দি শ্রীলঙ্কান পরিবারের বাঁচার লড়াই
ডিয়েগো গার্সিয়া গোপন সামরিক দ্বীপ,যেখানে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি অবস্থিত।সেখানে এক শরণার্থী পরিবারের কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে।শান্তি এবং তার পরিবার ২০২১ সালে শ্রীলঙ্কা থেকে কানাডা যাওয়ার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাবশত এই দ্বীপে এসে আটকা পড়ে। তারা একাধারে একটি সংকীর্ণ ক্যাম্পে থাকার জন্য বাধ্য হয়, যেখানে শর্তগুলো ছিল অত্যন্ত কঠিন এবং তাদের জীবন ছিল এক ঘেয়ে ও বন্দি দশায়।
শান্তি তার...