আসাদের পতনের প্রধান কারিগর আবু মোহাম্মদ আল-জোলানি
দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাত্র ১২ দিনের মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের নেতৃত্ব দেয়া প্রধান কারিগর হলেন আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা হিসেবে শুধু সামরিক অভিযানগুলো পরিচালনাতেই নয়, বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গঠনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা দেখিয়েছেন। বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনা চলছে, তখন জোলানির পরিচয় ও তার কৌশল নিয়ে...