স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তি পাবে না : হামাস
ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে। এই হামলায় গাজায় এ পর্যন্ত ২৯ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতের ফলে এবার বিপাকে পড়েছে ইসরাইল। চলমান যুদ্ধের ফলে ইসরাইলের অর্থনীতিকভাবে বেশ ক্ষিতগ্রস্ত হয়েছে। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরাইলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ।...