ফাজা দুবাই বিশ্বকাপে ইরানের আমিনজাদের স্বর্ণ জয়
ইরানের আহমাদ আমিনজাদে ফাজ্জা বিশ্বকাপে পূর্বের রেকর্ড ভেঙে সোনার পদক জিতেছেন। আমিনজাদে +১০৭ কেজি বিভাগে বিজয়ী হয়েছেন। তিনি ২৬৭ কেজি ওজন তুলে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের মধ্য দিয়ে আমিনজাদে বিভাগের শীর্ষস্থান দখলের পাশাপাশি প্যারিসে ২০২৪ প্যারালিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন।
সতীর্থ মেহেদি সায়াদি শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও ২৩১ কেজি ওজন তুলে চতুর্থ স্থান অর্জন করে অল্পের জন্য পদক হাতছাড়া...