রাজার ছবি পোড়ানোয় থাইল্যান্ডে মানবাধিকার কর্মীর চার বছরের জেল
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের ছবি পোড়ানোর অপরাধে এক মানবাধিকার কর্মীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে থাই আদালত। সোমবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২১ সালে সরকারবিরোধী আন্দোলন হয়েছিল থাইল্যান্ডে। সেই সময় প্রকাশ্যে থাই রাজার ছবি পুড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী চাইআমর্ন কাউউইবুনপান। ব্যাংককের একটি কারাগারের সামনে আন্দোলনের সময় থাই রাজার ছবি পোড়ানোর ওই ঘটনাটি ঘটেছিল। এর পরপরই চাইআমর্ন তার...