জার্মানিতে ২০ ঘণ্টার রেল ধর্মঘটের ডাক
বর্ধিত বেতনের দাবিতে বুধবার ২০ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে জার্মানির রেল ইউনিয়ন জিডিএল। জিডিএল ট্রেন ড্রাইভার্স ইউনিয়ন জানিয়েছে, তাদের সদস্যরা বুধ থেকে বৃহস্পতিবার ২০ ঘণ্টার ধর্মঘটে অংশ নেবেন।
রাষ্ট্রায়ত্ত্ব রেল অপারেটর ডিবি-র সঙ্গে জিডিএল ইউনিয়নের বেতন নিয়ে আলোচনা চলছে। তার মধ্যেই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এই ধর্মঘটের প্রভাব জার্মানিতে রেল চলাচলের উপর ব্যাপকভাবে পড়বে বলে মনে করা হচ্ছে। এর আগেও...