কয়েক মুহূর্তের আনন্দের জন্য ৪ কোটির ল্যাম্বোরগিনি নষ্ট!
ভারচুয়াল জগতের আসক্তি কোন পর্যায় চলে গিয়েছে তা দেখালেন রাশিয়ার ইউটিউবার। কয়েক সেকেন্ডের একটি ইউটিউব ভিডিওর জন্য নিজের তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বোরগিনি গাড়ি ভেঙে চুরমার করে দিলেন তিনি। আর তা দেখেই তাজ্জব নেটিজেনদের একাংশ।
জানা গিয়েছে, রাশিয়ার ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। সাদা রঙের একটি ল্যাম্বোরগিনি ইউরাস এসইউভি ছিল তার। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা। সেটিই...