চীন ও বেলারুশের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি বিশকেকে, শাংহাই সহযোগিতা সংস্থার সরকার-প্রধান (প্রধানমন্ত্রী) পরিষদের ২২তম অধিবেশন চলাকালে, বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গলোভচেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে লি কিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের নেতৃত্বে চীন ও বেলারুশ সম্পর্কের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, চীন বেলারুশের সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের কাজ বেগবান করতে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগকে বেলারুশের অর্থনৈতিক ও সামাজিক...