ফিলিপাইনের চলমান রেল প্রকল্পে চীনের আর্থিক সহায়তা বন্ধ
ফিলিপাইন চলমান তিনটি রেল প্রকল্পের আর্থিক সহায়তার জন্য আর চীনের দিকে তাকাবে না। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সময়কালে এসব প্রকল্প গ্রহন করা হয়েছিলো বলে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের পরিবহন সেক্রেটারি জেইম বাউটিস্তা ম্যানিলায় জার্মান এবং ফিলিপাইনের ব্যবসায়ীদের একটি ফোরামের সাথে কথা বলার সময় বলেছেন, চীন সম্ভবত এই প্রকল্পগুলিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। খবর দ্যা প্রিন্টের।প্রকল্পগুলির মধ্যে প্রথমটি...