নতুন ৮ ভাইরাসের খোঁজ চীনে, শুরু হল পরীক্ষা
এখনও করোনার স্মৃতি সকলেরই মনে তাজা। এক ফোঁটাও কমেনি করোনার সেই দিনগুলির আতঙ্ক। এই অবস্থায় আবার এক ভয়ের কথা শোনালো চীন। সেখানে নতুন করে দেখা দিল মহামারির ভয়। জানা গিয়েছে, চীনে এমন নতুন ৮টি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলির যে কোনও একটি থেকেই আবার মারাত্মক অতিমারি সৃষ্টি হতে পারে। আর এই খবর আসতে না আসতেই তড়িঘড়ি সেই সব ভাইরাস নিয়ে...