কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসের ঝুঁকিতে ভারতীয় অর্থনীতি
কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসের ঝুঁকিতে রয়েছে ভারতীয় অর্থনীতি। দেশটিতে তরুণ জনগোষ্ঠীর অনেকেই এখন কাজ করার মতো পরিণত বয়সে নেই। কেউ কেউ আবার এগিয়ে চলছেন বার্ধক্যের পথে। পাশাপাশি যুক্ত হয়েছে দ্রুত ফার্টিলিটি হার কমে যাওয়ার সংকট। ফলে বিশেষজ্ঞদের দাবি, আগামী দশকগুলোয় ভারতের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে প্রবীণ জনগোষ্ঠী বৃদ্ধি ও ফার্টিলিটি হার কমে যাওয়া। খবর দ্য হিন্দু। জাতিসংঘের প্রতিবেদন...