আজ জার্মানির দুই রাজ্যে নির্বাচন, আলোচনায় এএফডি
রোববার জার্মানির বাভারিয়া ও হেসে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ অভিবাসনবিরোধী এএফডি পার্টি ঐ দুই রাজ্যে দ্বিতীয় বড় দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে৷
৪ অক্টোবরের সবশেষ জরিপ বলছে, বাভারিয়া রাজ্যেসবুজ দল ১৫ শতাংশ, এএফডি ১৪ শতাংশ এবং এসপিডি সাড়ে সাত শতাংশ ভোট পারে৷ আর ৫ অক্টোবর হেসে রাজ্য নিয়ে করা জরিপে দেখা গেছে, সবুজ দল ১৬.৯ শতাংশ, এসপিডি ১৬.২ শতাংশ...