আইভরি কোস্টে ভেঙে দেয়া হলো সরকার
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা। সেই সাথে সরকার ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের মুখ্যসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা। তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এ পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর। প্রেসিডেন্টের মুখ্যসচিব বলেছেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাঁদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি...