আইফেল টাওয়ারে দুই মাতালের ঘুম
দুই মাতাল মার্কিন পর্যটককে প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা সেখানে ওঠে পড়েন। সোমবার ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি। পরে একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় তাদের নামানো হয়। আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, নেশা চড়ে যাওয়ায় ওই দুই পর্যটক টাওয়ারে আটকা পড়েছিলেন।...