বাংলাদেশি ডাক্তার-নার্সদের দ্বিতীয় ব্যাচ লিবিয়ায় পৌঁছেছে
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া বাংলাদেশি ডাক্তার-নার্সদের দ্বিতীয় ব্যাচ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ত্রিপলিতে পৌঁছেছে।
শুক্রবার (১৮ আগস্ট) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশি ডাক্তার-নার্সদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স নিয়োগের জন্য লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি নিয়োগপ্রাপ্ত সকল ডাক্তার-নার্সকে অভিনন্দন জানান...