নাইজারে ফরাসি সামরিক ঘাঁটির বাইরে হাজার হাজার মানুষের বিক্ষোভ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফরাসি সামরিক ঘাঁটির বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা তাদের দেশে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহার করার জন্য প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিক্ষোভকারীরা রাজধানী নিয়ামির অদূরে অবস্থিত ফরাসি সেনা ঘাঁটিটি ঘিরে ফেলেন। তারা ‘ফ্রান্স ধ্বংস হোক, ইকোওয়াস নিপাত যাক’ বলে স্লোগান দেন। পশ্চিম আফ্রিকার ১৫ দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট ইকোওয়াস...