বিশ্বজুড়ে থাবা বসাবে করোনার নতুন স্ট্রেন ইজি.৫!
মাঝে বেশ কয়েক মাস সাময়িক বিরতির পর ফের বিশ্বজুড়ে বেড়েছে করোনার দাপট। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, এবার নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। বর্তমান আক্রান্তের ৮০ শতাংশের শরীরে নতুন করোনা স্ট্রেন ‘ইরিস’ বা ইজি.৫-র উপস্থিতি মিলেছে বলে দাবি করেছে সংস্থাটি।কোভিড বিশ্ব থেকে পাকাপাকিভাবে দূর করা সম্ভব না হলেও, এটা আগের মতো শক্তিশালী নয় বলে গত মে মাসে জানিয়েছিল ডব্লিউএইচও। শুক্রবার...