সব সীমা লঙ্ঘন করেছে বিজেপি : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চেয়ারের কেয়ার করি না। কোনো চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় হোক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। সব সীমালঙ্ঘন করেছে।শুক্রবার (২১ জুলাই) তৃণমূল কংগ্রেসের মেগা ইভিন্ট ‘শহিদ দিবস’ উপলক্ষ্যে এক সভায় কথা বলেন তিনি।মমতা বলেন, প্রধানমন্ত্রীত্বের মোহ তার নেই। উদ্দেশ্য একটাই, বিজেপি হারুক, ইন্ডিয়া জিতুক।...