শেষকৃত্যের সময় জেগে উঠলেন ‘মৃত’ নারী!
ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার লাশ। কিন্তু মাঝপথেই হঠাৎ জেগে উঠলেন মৃত নারী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছেন ওই নারীর স্বজনেরা।
দেশটির উদন থানি প্রদেশের বাসিন্দা ৪৯ বছরের চাতাপর্ন স্রিপহোনলা। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে জানানো হয় যে, স্রিপহোনলার সময় ঘনিয়ে আসছে। এমন অবস্থায় তার আত্মীয়রা শেষ সময় তাকে...