ইউরোপীয় ওপেনে রানার্স আপ ইরান প্যারা-তায়কোয়ান্দো

ইউরোপীয় ওপেনে রানার্স আপ ইরান প্যারা-তায়কোয়ান্দো

ফ্রান্সের মন্টারগিসে অনুষ্ঠিত ইউরোপিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের প্যারা-তায়কোয়ান্দো দল রানার্সআপ হয়েছে। মরিয়ম আবদুল্লাহপুর এবং হামেদ হাগশেনাস অনুর্ধ্ব-৪৭ কেজি এবং তদুর্ধ্ব-৮০ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন। সাইদ সাদেঘিয়ান, মাহদি পুররাহনামা, আলিরেজা বখত এবং রোজা ইব্রাহিমি যথাক্রমে অনুর্ধ্ব-৬৩ কেজি, অনুর্ধ্ব-৭০ কেজি, অনুর্ধ্ব-৮০ কেজি এবং অনুর্ধ্ব-৫৭ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। তুর্কি দল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে এবং পরবর্তী স্থান দখল করেছে যথাক্রমে ইরান ও...