এভিসি চ্যালেঞ্জ কাপে হংকংকে হারালো ইরান
২০২৩ এভিসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে সোমবার হংকংকে ৩-২ (২২-২৫, ২৫-২০, ২০-১৭, ১৯-২৫, ১৫-৮) পয়েন্টে হারিয়েছে ইরান।
ইরানের অশোফতে মোনার ২৭ পয়েন্ট নিয়ে বোর্ডের সকল স্কোরারদের শীর্ষে অবস্থান করেন। সৌদাবেহ বাগেরপুর ১৫ পয়েন্ট এবং মাহসা কাদখোদা ১৪ পয়েন্ট নিয়ে ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ স্কোর করেন।
পুল বি-তে মঙ্গলবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে টিম মেল্লি। ইন্দোনেশিয়ার গ্রেসিকে এই টুর্নামেন্টটি ১১টি এশিয়ান দলকে...