‘র’-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানাইলাইসিস উইং (র)-এর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। বর্তমান র প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা রবি সিনহা। তিনি বর্তমানে মন্ত্রিসভা সচিবালয়ের বিশেষ সচিবের দায়িত্বে রয়েছেন। ৩০ জুন গোয়েলের দায়িত্ব শেষ হলে তিনি র প্রধান...