চীনের আকাশে তিন ইঞ্জিনের ফাইটার জেট
চীনের অত্যাধুক ফাইটার জেটের একটি ভিডিও ফুটেজ নতুন করে সামরিক মহলে আলোড়ন তুলেছে। ভিডিওতে লেজবিহীন তিন ইঞ্জিনের একটি ফাইটার জেটকে সিচুয়ান প্রদেশের চেংডু এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি গ্রুপের রানওয়ের কাছে মহাসড়কের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পশ্চিমা বিশ্লেষকরা এটিকে জে-৩৬ নামে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ভিডিও থেকে তোলা ছবিগুলো কখন তোলা হয়েছে তা স্পষ্ট নয়, তবে গত সোমবার চীনা সোশ্যাল...