বাখমুতে আরও অগ্রসর হয়েছে ওয়াগনার বাহিনী
ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির ইউনিট আর্টিওমভস্কে (যাকে ইউক্রেনের বাখমুত বলা হয়) অগ্রসর হয়েছে এবং ইউক্রেনীয় সৈন্যরা এখনও ২.৩৭ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে, ওয়াগনার পিএমসির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন।
‘আজ, ওয়াগনার পিএমসি ইউনিটের অগ্রগতির পরিমাণ বিভিন্ন দিকে ২৮০ মিটার পর্যন্ত। আমরা ৫৩ হাজার মিটার অগ্রসর হয়েছি। শত্রু এখনও ২.৩৭ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করে,’ প্রিগোজিনের প্রেস সার্ভিস তার টেলিগ্রাম চ্যানেলে তাকে উদ্ধৃত করে...