গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচিত আসন বাদ দিচ্ছে হংকং
গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় লোকাল ডিস্ট্রিক কাউন্সিলে জনগণের ভোটে নির্বাচিত আসনগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি। মঙ্গলবার এই পদক্ষেপ নেন তিনি।হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেছেন, প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়ায় পৌর-পর্যায়ে সরাসরি নির্বাচিত আসনের অনুপাত ৯০ শতাংশ থেকে প্রায় ২০ শতাংশ কমে যাবে। গত শতাব্দির ৮০’র দশকে যখন হংকং ব্রিটেন শাসিত ছিল তখন এই সংস্থাগুলি প্রথম স্থাপিত হয়।...