তুষারধসে নিখোঁজ
মূল্যবান কামোদ্দীপক ভেষজের খোঁজে গিয়ে তুষারধসের কবলে পড়ার পর নিখোঁজ ৫ গ্রামবাসীর সন্ধানে নেপালের উত্তর-পশ্চিমের একটি দুর্গম এলাকা পুলিশের কয়েক ডজন উদ্ধারকর্মী চষে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বায়াস গ্রামে অবস্থিত তাদের শিবিরে তুষার আঘাত হানার পর মঙ্গলবার থেকে ওই চার নারী ও এক পুরুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বার্তা সংস্থাকে ফোনে জানিয়েছেন দারচুলা জেলার কর্মকর্তা প্রদীপ সিং ধামি।...