কোটিপতি থেকে গৃহহীন
গত ৪ বছর দুবাইয়ে নিজের হন্ডা সিটি গাড়িতেই বসবাস করছেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া। সঙ্গে রয়েছে তার পোষ্য সারমেয়রাও। অথচ কয়েক বছর আগেও তিনি উপার্জন করতেন কোটি কোটি টাকা। গত ৪০ বছর ধরে দুবাইয়ে আছেন প্রিয়া। তার বাবা মা একটি লাভজনক সংস্থা চালাতেন। শৌখিন জীবনযাপনেই ছিলেন অভ্যস্ত। কিন্তু সাজানো সংসার তাসের ঘরের মতো তছনছ হয়ে যায় যখন তার বাবা মারা যান...