২৭ দিনে ৬৪ কি.মি. পাড়ি
একটি পোষা কুকুর (গোল্ডেন রিট্রিভার) পুরানো মালিকের থেকে নতুন মালিকের কাছে হস্তান্তর করা ৬৪ কিলোমিটার দীর্ঘ দূরত্ব পেরিয়ে পূর্বের মালিকদের কাছে ফিরে এসেছে।বিদেশী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুপার নামের একটি পোষা কুকুর তার নতুন মালিকের বাড়িতে আসার পর প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিল। ভারতীয় সংবাদমাধ্যম ‘মেট্রো’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোষা কুকুর ‘কুপার’ উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরোনে তার নতুন বাড়িতে...