জ্যামার ড্রোন উন্মোচন করল ইরানের সেনা গ্রাউন্ড ফোর্স
ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স প্রথম দেশীয়ভাবে তৈরি জ্যামার ড্রোন উন্মোচন করেছে।
এটি প্রতিকূল মনুষ্যবিহীন বায়বীয় যান (ইউএভি) এবং নিয়ন্ত্রকদের মধ্যে যোগাযোগ ব্যাহত করার জন্য ডিজাইন করা হয়েছে।
মোহাজের ৬ জ্যামার ড্রোন উচ্চ প্রযুক্তির ব্যবস্থাপনা দিয়ে সুসজ্জিত। এটি হস্তক্ষেপকারী রেডিও সংকেত প্রেরণ করতে সক্ষম।
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি এবং সেনাবাহিনীর স্থল বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার উপস্থিতিতে এক অনুষ্ঠানে ড্রোনটি...