পাখির বিষ্ঠা দিয়ে ফেসিয়াল! ত্বক হয় উজ্জ্বল, খরচ জানলে চোখ কপালে উঠবে
এককালে যা ছিল খাবার জিনিস এখন তা রূপচর্চার উপাদান। দই থেকে শশা কিংবা মধু… এমন হাজারটা জিনিসের নাম বলা যায়। পাড়ায় পাড়ায় বিউটি পার্লার গজিয়ে ওঠা দিনকালে বিষয়টি নিয়ে ব্যঙ্গও কম হয়নি। তাই বলে কষ্টের পয়সা খসিয়ে পাখির বিষ্ঠা মাখতে হবে? তাও আবার মুখে? মাখতে হবে নয়, মাখছেন গোটা পৃথিবীর সুন্দরীরা। কারণ ওই বিষ্ঠা ব্যবহার করা হয় এক ধরনের ফেসপ্যাক...