ভিনগ্রহীরা কি মানুষের খোঁজ পেয়ে গেল? কী বলছে চুম্বক তরঙ্গ?
মহাকাশে সারা ক্ষণ কত কীই না ঘটে চলে, সব কিছুর নাগাল পায় না পৃথিবীর মানুষ। তবে মহাকাশের কোনও না কোনও প্রান্তে পৃথিবীর মতোই গ্রহের খোঁজ জারি রেখেছেন বিজ্ঞানীরা। সেই গবেষণাতেই নতুন মোড় ঘুরেছে সম্প্রতি। ভিনগ্রহ থেকে সঙ্কেত মিলেছে। এক বার নয়, বার বার।
আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের রেডিও টেলিস্কোপে সম্প্রতি ভিনগ্রহের সঙ্কেত ধরা পড়েছে। বিজ্ঞানীদের দাবি, ঘন ঘন সঙ্কেত আসছে পৃথিবী...