আকাশে বিমান সেবিকার শ্লীলতাহানি
মাঝ আকাশে বিমান সেবিকার হাত ধরতে গিয়ে বাধা পেয়ে ওই বিমান সেবিকার শ্লীলতাহানি করেছেন এক সুইডিশ যাত্রী। ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমানে বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ভারতের মুম্বই যাচ্ছিল ওই বিমানটি। যাত্রা যখন মাঝপথে তখনই হারল্যান্ড জোনাস ওয়েবার্গ নামের এক সুইডিশ যাত্রী হামলে পড়েন বিমান সেবিকার ওপর। এছাড়া হেনস্তা করেন সহযাত্রীদেরও। ইন্ডিয়া টুডে’র নিউজে জানানো হয়, ২৪...