শিল্প নয়, পর্নোগ্রাফি! ক্লাসে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি দেখিয়ে বরখাস্ত মার্কিন অধ্যক্ষ
নবজাগরণের শিল্পকলার বিষয়ে পড়াতে গিয়ে বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড মূর্তির ছবি দেখানো হয়েছিল। বিখ্যাত এই মূর্তিকে ‘পর্নোগ্রাফি’ আখ্যা দিয়ে তুমুল প্রতিবাদ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সমবেত দাবিতে বরখাস্ত হলেন ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল। ফ্লোরিডার এই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে মার্কিন শিক্ষা মহলে।
ফ্লোরিডার আইন অনুযায়ী, স্কুলে যা কিছু পড়ানো হবে, সেই বিষয়গুলি পড়ানোর আগে অভিভাবকদের জানিয়ে দিতে হবে। তাদের অনুমতি না...