চীনে ঐতিহাসিক সফরে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট
তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং-জিউ ১২ দিনের সফরে সোমবার চীনে গিয়েছেন। তাইওয়ান তাদের ১৪তম কূটনৈতিক অংশীদারকে চীনের কাছে হারানোর একদিন পরে তিনি এ সফরে গেলেন।
যদিও সাবেক প্রেসিডেন্টের জন্য এটি একটি ব্যক্তিগত সফর, তবে এটি রাজনৈতিক অর্থেও বেশ গুরুত্বপূর্ণ। ইং-জিউয়ের নীতিগুলো তাইওয়ান এবং বেইজিংকে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে নিয়ে এসেছিল, কিন্তু প্রধান ভূখণ্ডের সাথে একটি বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের...