চীন কেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে মধ্যস্থতা করতে চাচ্ছে?
ইউক্রেনের সংঘাতের অবসানের লক্ষ্যে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইছে এবং এজন্য কতগুলি নীতিমালা ঘোষণা করেছে। এই নীতিমালায় দু’পক্ষের মধ্যে আলোচনা, দু’দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং হানাহানি বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বিবিসি সংবাদদাতা টেসা ওয়ং লিখছেন, গত এক বছরে পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের সাহায্য পাওয়ার চেষ্টা করেছে। বেইজিং সরকার এখন সে বিষয়ে এপর্যন্ত সবচেয়ে সবল প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা...