শ্রীলঙ্কাকে দিনে ১০ লক্ষ ডিম পাঠাবে ভারত
আর্থিক সংকট এখনও কাটেনি। চাহিদার তুলনায় ডিমের উৎপাদন অনেকটাই কম। এই অবস্থায় ভারতের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি মুরগির খামার থেকে প্রতিদিন ১০ লক্ষ ডিম আমদানি করবে রনিল বিক্রমাসিংহের দেশ। বুধবার একথা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের সর্বো্চ্চ লেনদেন সংস্থা শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি) চেয়ারম্যান।
এসটিসি চেয়ারম্যান আসিরি ভালিসুন্দরা জানিয়েছেন, এর আগে ভারতের দু’টি খামার থেকে এক সঙ্গে ২০ লক্ষ ডিম আমদানি করা...