ধর্মগুরুর কথায় অনাহার : মৃত্যুর মিছিল
কেনিয়ার পুলিশ দেশটির উপকূলীয় শহর মালিন্দির কাছে ৪৭ টি মৃতদেহের সন্ধান পেয়েছে। একজন ধর্মগুরু তার অনুসারীদেরকে যিশুর দেখা পেতে মৃত্যুর আগ পর্যন্ত না খেয়ে থাকার জন্য বলেছিলেন- এ সংক্রান্ত একটি খবর জানার পর কেনিয়ার পুলিশ তদন্ত করতে গিয়ে এই মৃতদেহগুলোর সন্ধান পায়। বিবিসির খবর।
জানা গেছে, নিহতদের মধ্যে শিশুর লাশও রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। আরও মরদেহের সন্ধানে কবর...