উত্তরাখণ্ডে ৩০০ মাজার গুঁড়িয়ে দিল বিজেপি সরকার
যোগীরাজ্যে নয়, এবার বিজেপি শাসিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যেও বুলডোজার শাসন! গুঁড়িয়ে দেয়া হল ৩৩০টি মাজার। প্রশাসনের দাবি, ওই মাজারগুলির অধিকাংশই সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল। সেই কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামি জানিয়েছেন, দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র করা যাবে না।
মুখ্যমন্ত্রী ধামির অনুমতিতে গত ৯০ দিন ধরে চালানো হচ্ছে ‘বৃহত্তম সাফাই অভিযান’। তাতেই বুলডোজারে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৩৩০টি...